শীত এসেছে
আরশাদ উল্লাহ্
গ্রীষ্মকালে ঘাম মুছেছি আর বলেছি
ঠাণ্ডা পানি মাথায় ঢাল
রৌদ্র মাঝে হাঁটতে গিয়ে গা পুড়েছি
গাছের ছায়ায় বসা ভাল।
আর ক’দিন আছে বাকি গুণে দেখি
হাতের দাগে নিজ আঙ্গুলে।
নভেম্বরে তাপ কমবে মনে রেখো
শীতবায়ু আসে তখন গ্রীষ্ম গেলে
ক’টা দিন ধৈর্য ধর তখন দেখো
শীত এসেছে সারাদেশে প্রবল বেগে!
গুরুজনের এমন কথা হয়না মিথ্যা
বই-পুস্তক ঘেটে দেখো আছে লিখা
ঋতুর পরে ঋতু আসে সত্য কথা
বছরঘুরে আসে ক্যামনে যায় দেখা!
গ্রীষ্ম শেষে ঘরে ঘরে শীত এসেছে
হিমেল বায়ু কাপড় পরে রেডি থাকো,
উত্তরদেশে শরতপ্রান্তে তুষার পড়ছে!
শীত এসেছে হিম পড়েছে উষ্ণ থাকো
দেহখানি গরম রাখো কাপড় পরে,
হাড়-কনকনে শীত পড়েছে হিম পড়েছে
তৈরি রাখো শীতের পিঠা ঘরে ঘরে,
শীতের পরে নতুন রূপে সেজেগুছে
আসবে আবার নব সাজে বসন্তকাল
ফুটবে ফুল শতশত গাছে-গাছে,
অক্ষপথে বিশ্ব ঘুরে চলছে দ্রুত চিরকাল
জানে কি কেউ কার নির্দেশে এমন হচ্ছে,
কেমন করে রাতের পরে হয় সকাল!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন