স্মৃতি
আঁধারকে ভালোবেসে
প্রদীপ জ্বালাই
ঢেকে দিই সর্বনাশা
শরীরি বালাই..
হেই ই ই বাবু ইদিকে আয় অন্ধকারে জ্বালাব রোশনাই... কেন এত অন্ধকার খুঁজিস? হাতেতে বেলিফুল জড়াস --- আমি কিন্তু তামসী ই আছি
দেহ সুখ তোলা দরে বিকাই...
আজ বুঝি শ্যামা পূজা হবে টুকুস ভাগ আমাদেরো আছে -- ন্যাংটা বেটি কিসে এত বড়ো? সর্ব অঙ্গে রক্ত টুকু সার।
আমি কিন্তু কালী হতে পারি -- শ্যামা হওয়া কি সহজ কাজ, আমি যাব বিপরীত বিহারে
মাগো মেয়ে দিস এ পোড়া জঠরে....
দন্ড কেটে চেয়ে নেব মাপ.. শোন বাবু বৃদ্ধাবাসে বাবুরাই থাকে, আমাদের অনন্ত নরক
মেয়ে তবু খেটে নিয়ে দেহ
পার হবে খিদের সড়ক ------
' যা দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেন সংস্থিতা '
এই টুকু যদি শুনতে পাস, তোর পূজা ঠিক দেব আমি
( হেই বাবু হোস না উদাস) ....
এই দেখ বাঙলা বোতল
ঢুকু খেয়ে একটুকু রাখ
ওই শোন বাজায় বাজন
বোধনেই শ্যামা বিসর্জন.....
একটু বেশি টাকা দিস বাবু এ কালী পূজোতে
টুকু ব্যথা লাগবে বাবু আজ আলো রাঙা রাতে
কৌমার্য ঘোচাতে......
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন