শালুকডাঁটা—
গৌতম দত্ত
গৌতম দত্ত
গাজলডোবার জলে শালুকের ডাঁটা আমি অনেক দেখেছি—,
অবিকল তোমার আঙুল।
হাজারে হাজারে ফুল ফুটে আছে তোমার আঙুলে।
নরম, পেলব, লাবণ্য এমন কতকিছু বিশেষণ আমি
ব্যবহার করতেই পারি। এমন হাল্কা যে উত্তুরে হাওয়ায় হাওয়ায়
কেঁপে কেঁপে ওঠে, তিরতিরে জলের ওপর।
#
এমন আঙুলগুলো কপালে বুলোলে সব ব্যথা সেরে যায়,
সব দুঃখ, সব যন্ত্রণা চলে যায় উড়ে।
#
ওই আঙুলেই ধরা আছে ত্রিশূল তোমার।
কখনো বা মুণ্ডমালা !
কখনো সেই ‘চাল ধোওয়া স্নিগ্ধ হাত’,
বাসন মাজা, ঘর মোছা অথবা খুন্তি নাড়া।
#
আমার কপাল আমি সবুজ করেই রেখে দেব।
সময় পেলে—
একটু আঙুল বুলিয়ে দিয়ে যেও।
এবং একুশ
অবিকল তোমার আঙুল।
হাজারে হাজারে ফুল ফুটে আছে তোমার আঙুলে।
নরম, পেলব, লাবণ্য এমন কতকিছু বিশেষণ আমি
ব্যবহার করতেই পারি। এমন হাল্কা যে উত্তুরে হাওয়ায় হাওয়ায়
কেঁপে কেঁপে ওঠে, তিরতিরে জলের ওপর।
#
এমন আঙুলগুলো কপালে বুলোলে সব ব্যথা সেরে যায়,
সব দুঃখ, সব যন্ত্রণা চলে যায় উড়ে।
#
ওই আঙুলেই ধরা আছে ত্রিশূল তোমার।
কখনো বা মুণ্ডমালা !
কখনো সেই ‘চাল ধোওয়া স্নিগ্ধ হাত’,
বাসন মাজা, ঘর মোছা অথবা খুন্তি নাড়া।
#
আমার কপাল আমি সবুজ করেই রেখে দেব।
সময় পেলে—
একটু আঙুল বুলিয়ে দিয়ে যেও।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন