অলভ্য ঘোষ
চাষা ও ক্ষেত
অলভ্য ঘোষ
আমি চাষা তুমি ক্ষেত;নেই তাতে কোন আক্ষেপ।
আমার ঠোটের চুমুতে চুমুতে দেখছি তোমার রুক্ষ ভূমিতে
ফলেছে কত ফসল।
নাভির নিচে চাবি তোমার দুজনে গড়েছি যৌথ খামার।
এ সংসারের চারণ  ক্ষেত্রে করছি মেষ পালন;
তোমার বুকের  সুধা পান  করে হয় বিশ্বে প্রেমের লালন।
এবং একুশ
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন