বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

চয়ন

ছি!
চয়ন
পুরীষদহে ডুবকি দিয়ে শান্তি মেলে,
আস্থা খুঁজি লাল গড়ানো ইতরমুখে --
মরুগ্গে যাক মান খোঁজা সব বেয়াক্কেলে;
নাক টিপে আর চোখ বুজে ঠিক থাকব সুখে।



একটু ছুঁলে কী আর এমন আসবে যাবে?
মাসকাবারি স্বস্তি পেতে সামলে নেব।
মধ্যবিত্ত জঠর আগুন মাংস খাবে --
ঘি আর তেলে গেরস্থালি উপচে দেব।

এটুক হলেই আমার মেয়ে অঙ্কে আশি,
নগদ হাতে জ্ঞানবিপণির খরিদ্দারি ---
আমার ছেলে বঙ্গভূমে ইঙ্গভাষী
লং ড্রাইভে কাল বেরুবে আমার গাড়ি।

বর্তমানে মল খসালে হাসতে মানা --
আপস করেই জ্বালব বাতি আমার ঘরে,
তোমার মতই মগজ বেচে আনব দানা,
অঙ্গ ধুয়ে শুদ্ধ হওয়া ? সে তারপরে।


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন