বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

মমতা দাস

গল্পের মত - পুরুষের সংলাপ
মমতা দাস

কথা হয়েছিল দেখা হবে ,
উড়ো উড়ো কথা, স্থিরতা ছিল না
বিশ্বাসযোগ্য মনে হয়নি তাই।
ডাক যখন এলো 'স্টেশনে থেকে,কেউ আসবে'

বুকের মধ্যে চলকে উঠলো একরাশ খুশি
'কে আসবে, কে ?'---মনের উদগ্র জিজ্ঞাসা
উত্তর অজানা, তবু ছুটে যাওয়া আকুল আগ্রহে !
সেই তীব্র শীতের ভোর, ঠাণ্ডার জড়িমা কাটিয়ে
সকাল জাগছে ধীরে, আলো ফুটি ফুটি
পাখিরা জাগছে নীড়ে একটি-দুটি,
স্টেশনের এপ্রান্তে আমি দাঁড়িয়ে
দেখছি দূর হতে
স্টেশন আলো করে আসছে
উন্নতশিরে স্থির নিশ্চিত হেঁটে আসা তার ,
দেখা হয়নি কখনো তবু কত চেনা
উদ্বেলিত হৃদয় নিমেষে লুঠ হয়ে গেল !
দিনশুরুর এই প্রান্তভাগে
আধো আলো আধো ছায়া, দিন ও রাতের লুকোচুরি
আলো-আঁধারের আল্পনা, যেন জাদুকরী !
তার হেঁটে আসা যেন স্বর্গীয় দৃশ্য
এ কি অপূর্ব আবির্ভাব !
চোখভরে দেখলাম, এ তো শুধু দেখা নয়
নয়ন-মন-হৃদয়হরণ, এ যে দর্শন !
নয়নলোভন রূপের বিভায়
অস্তিত্বের উজ্জ্বলতায়
স্বয়ংদ্যূতি,
সে যে নারী !


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন