শৌনক দত্ত
রানাঘাট লোকাল
শৌনক দত্ত
সে ভীষণ দারুণ সময়-
মুখরতার কার্নিশে এসে
কথা বলছে খৃষ্টপূর্ব কন্ঠস্বর!
বিগত দুঃখের শেষে
আমরাও উন্মোচন করেছি
দুজনার আকাশ।
আনন্দিত জীবনের স্বাদ
সেই সব মুকুটের জলপাই পাতা
সমস্ত পথে সবুজ ঘন্টাধ্বনি তুমুল
আমি হাঁটছি
অপেক্ষার শেষে
দুজনেই এসে গেছি দুজনার মাঝে!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন