বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

শিখা কর্মকার




সেদিন ছিল আসার কথা তোমার 
শিখা কর্মকার

আঙ্গুলেতে বাজনা ছিল, গলার ভেতর গান
হাতের মধ্যে ভরা ছিল নরম আদর-কনা,
বুকের মধ্যে কষ্ট ছিল মাদুর পেতে বসে
থিতিয়ে গিয়েছিল সেদিন সকল কল্পনা ।



সেদিন ছিল আসার কথা তোমার
কেমন করে হারালে সবুজে
কুয়াসা ভরা ভুট্টা ক্ষেতে তখন
মেঘে মেঘে আকাশ গেছে ভিজে |

ফিসফিসিয়ে ডাকে অন্ধকার
ডাকে অতীতের ফেলে আসা সুর
সাড়া দিতে গিয়ে আজকে বুঝি
জীবন ফেলে এসেছি বহুদূর |

হাতের পাতায় বৃষ্টি ফোঁটার চিহ্ন
চোখের পাতায় অচেনা রোদ্দুর
যাচ্ছে সময় চাই কি বা না চাই
পৌছতে কাছে, ক মাইল, কদ্দুর ?


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন