মঙ্গলবার, ৩ মে, ২০১৬

পলাশ কুমার পাল






বারুদ খেলনা
পলাশ কুমার পাল



বারুদের মেলা আকাশ পারে

জীবনের ফুলঝুরি,

পুড়ছে জ্বলছে আর নিভছে...

স্বপ্নের সব তুবড়ি।

কোনো স্বপ্নই আকাশ পায় না

সব মৃত্যুর প্রতিধ্বনি,

আলোর সজ্জা বাহুল্য শুধুই

আকুতির ঝুমঝুমি।

বেজে যায় স্মৃতি-শব্দ-কথারা

হৃদয়ের দেয়ালেতে...

পিঞ্জরে পাখিরা ডানার শব্দ

পুড়ছে বারুদেতে...



ভালোবাসা আকাশ কামনায়

মিথ্যা বারুদ-খেলনা,

ক্ষণেক জ্বলে মাটিতেই ফেরে

অধরা থাকে বায়না!




























এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন