ক্ষমো-প্রেমো
জাফর পাঠান
আমার প্রেম - যতই দিক আমায় অপবাদ
করবোনা আমি তার-সামান্য কোনো প্রতিবাদ।
দিতে পারিনি আমি তাকে কোনদিন কোনকিছু
যদিও এখনো লেগে আছে- আমার পিছু পিছু।
প্রেম দিয়ে ঝুড়িকে ভরে-বাড়িয়েছে কত হাত
অপেক্ষায় থেকে কাটিয়েছে; কত প্রহর রাত।
শুকিয়েছে ফুল-ভেঙ্গে গেছে রেখে দেওয়া ঝুড়ি
দুখী তটিনী তটে, আমি হাতিয়েছি জড় নুড়ি।
দেখাবো কাকে আমার এই তাপিত হিয়া খুলে
যেখানে দুঃখ-ঘৃণা-দ্রোহ-প্রেম সবি যায় গুলে।
যে দোলনায় দুলে- ধর্ষিত মৃত শিশুর দেহ
চাইনি সেখানে হাতে হাত রেখে বসুক কেহ।
যত আছে ধর্ষক- খুনি- মিথ্যুক- অবিচারক
প্রেম কেড়ে আমায় করেছে অঙ্গারের ধারক।
হে প্রেম পিয়াসী অভিলাষী, করো আমায় ক্ষমো
পারিনি হাত মিলাতে হাতে, পারিনি দিতে প্রেমো।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন