আমি বিশ্বমানব
শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
আমি বিশ্বমানব
তুই প্রতিবাদের দেওয়াল
আমি জটপাকানো
তুই সর্বনাশা খেয়াল
আমি সালতামামি
তুই অনাদি আশ্বিন
আমি হলুদ দুপুর
তুই ভালোবাসার ঋণ
আমি আড়ষ্ট সুর
তুই অব্দ খতিয়ান
আমি গৈবি লিপি
তুই আকাশজোড়া খাম
আমি ফেরার গাড়ী
তুই আধকপালী সুখ
তোর পাগলাটে দিন
আমি যাপনে উন্মুখ
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন