মঙ্গলবার, ৩ মে, ২০১৬

অলভ্য ঘোষ



বৃষ্টি নামার আগে
অলভ্য ঘোষ



বৃষ্টি আর অগ্নির মধ্যে ফারাক যদি তুমি জানতে।
বৃষ্টি খরা দগ্ধ ভূমিকে উর্বর করে শ্যামল করে।
তোমার দুচোখ টাই পুড়ে গেছে এই শহুরে জঙ্গলের দাবানলে।
শুধুই কি চোখ পুড়েছে নাকি মন ও!
না হলে তুমি বুঝতে আগুন আর বৃষ্টি পরস্পর বিরোধী।
বৃষ্টির ফোটোগুলোকে আগুনের ফুলকি বলে ভ্রম হতোনা।
পুড়ে যাবে ভেবে নিজেকে গুটিয়ে নিলে ছাতার আড়ালে।
তবুও এই নাগরিক সভ্যতার বুকে একা ধ্বংস স্তূপে
বৃষ্টি নামার আগে আমি এখনো দাঁড়িয়ে আছি তৃষণার্থ চাতক হয়ে।








































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন