দাহ
বন্দনা মিত্র
জানি, কেউ কেউ খুঁজে পায়
নিজস্ব এক নদী
আর কেউ কেউ আছে
খোঁজেনি কখনও
যার না পেলেও চলে যায়।
দুজনেই ভাগ্যবান।
আর আমরা, যারা কাচ ঘেরা জানলায় চোখ রেখে
আজীবন খুঁজে ফিরি একান্ত নিজস্ব নদীটিকে
এবং মনে মনে এও জানি ,
না পেলেও
কেটে যাবে ছাপোষা জীবন
যেমন স্বভাবত কেটে যায়।
আমরাই জানি কাকে বলে যন্ত্রণা,
কাকে বলে দাহ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন