মঙ্গলবার, ৩ মে, ২০১৬

সুপ্রভাত লাহিড়ী






মায়া চলে গেছে
সুপ্রভাত লাহিড়ী



মায়া চলে গেছে। চলে যাবে সে জানতই
শুধু জানত না কবে যাবে! শিয়রে জাগবে
দুটি উদ্বিগ্ন চোখ। সন্তানের কাতর জিজ্ঞাসা,
ফোঁটা ফোঁটা অশ্রু ঝরে সূঁচ ফোটানো হাতে।


প্রথম ভোরের আলো ভর করে এলো সেই মৃত্যু।
অসহায় জিজ্ঞাসু চোখ খুঁজেছিল কিনা কেউ জানে না,
ডেকেছিল, ‘রিনা’!শয্যা-লাগোয়া রোগিনীর নাম ধরে,
সে ডাক তার কানে গেছিল, কিন্তু বলার সময়
আর ছিল না। হলো চোখ নিমীলিত, আড়াআড়ি দু-হাত
হৃদয় জড়িয়ে। অদ্ভুত বিচার নিয়তির!সব কাছে থেকেও
কেউ ছিল না, একক যাত্রায় সত্যিই একাকী.....!








































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন