সমুদ্র দেখব বলে
সুপ্রতীম সিংহ রায়
অন্ধকারে গা বাঁচিয়ে চলার মত হেঁটে গেলে
তোমার কাছে পৌঁছতে পারবনা কোনওদিনই
অথচ হিমেল স্রোতের মত এক একটা ঢেউএর তোড়ে
নিজেকে বড় নিঃস্ব মনে হয়।
ঝাউবন দ্বীপে আমার ছাইরঙা শব-চিতা
বালিয়াড়ি দ্বীপজুড়ে বোহেমিয়ান ভালবাসা
তুমি উপস্থিত বেওয়ারিশ কুয়াশার শরীরে আগুন পোষাক পরালে
স্বভাবগত হাওয়ার গন্ধ ভেসে আসে।
কর গুনে ভুল হয়
মুখ তুলে দেখি তুমি রিসর্টের চেয়ারে একা বসে আছো
অথচ ক্রমশ বহুদূরে সরে যাচ্ছে আমার ব্যক্তিগত বালিয়াড়ি দ্বীপ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন