মঙ্গলবার, ৩ মে, ২০১৬

কৌশিক বিশ্বাস

ঐতিহাসিক
কৌশিক বিশ্বাস 



অস্তিত্বের লড়াইয়ে
একটা পরাকাষ্ঠা দরকার
আদিমতম জলোচ্ছাসে
কূল ভাঙ্গার নিপুণতাও উধাও
রাখা আছে শুধুই
অসংখ্য খোলস !
আদিমরিপুর হাতে পরাজিত ,
বাহকরাও মলিন
রাত -দিন
এ কোন্ অভিশাপ ?
নাকি রক্তচাপের খেলা ?
বিভক্ত পৃথিবীতে যারা ছিল ;
এক সমান্তরাল সমাজের অঙ্গীকার
আজ ,
তাঁরাই কিনা ছোবল খেলায় মত্ত ?
রিক্ত , অনুরক্ত
ফেলে রাখা দুধ -কলায়
কেবলই অনুরাগের মায়া ...
তবে , তাই হোক
হোক মুক্তি , হোক অবলুপ্তি -
"শেষের প্রার্থনা করি করজোড় হাতে
দোহের সন্তান যেন থাকে দুধে -ভাতে !"
( sankhinipur গ্রামটি আজ পুরোটাই অবলুপ্ত
দক্ষিণ দিনাজপুরের সাপ গ্রাম নামে বিখ্যাত
শুধু মানচিত্রে তার অস্তিত্ব বহন করে চলেছে
সাপের খেলা দেখিয়ে মানুষ দিনযাপন করত
কিন্তু লোকায়ত কথা অনুযায়ী সাপের কামড়ে প্রায় মৃত্যু হবার জন্য গ্রামটি জনমানবহীন হয়ে পড়ে
বাকিটা ইতিহাস )





















































এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন