দুখ-তরী
জাফর পাঠান
দুঃখ আমার পিছু নিয়েছে-সেই শিশুকাল থেকে
সে জানেনা মায়ের উদরে-সুখকে এসেছি রেখে,
এসেছি বানে ভাসা, ঐ কচুরিপানার মত ভেসে
যদিও দুখি মা জন্ম দিয়েছে আমায়-হেসে হেসে।
ভয় পাইনা এখন, ভয়ের কারণ ঐ দুখকে
সুখ পাইনা-চলার পথে যদিবা দেখি সুখকে,
দুহাত বাড়িয়ে ওরা ডাকে-হাতে হাত রাখি যাতে
আমি চলি আমার মত করে-কান দেইনা তাতে।
ধরণীর মেকি সুখকেও, টেনে নেইনা এ বুকে
ভয় হয় সুখেরে যদিবা, সুখ মারে ধুঁকে ধুঁকে,
কোথায় সুখ কোথায় দুখ পাইনা যে খুঁজে তাকে
সুখের মাঝে দুখের বাস জন্ম তার ঝাঁকে ঝাঁকে।
সুখ সাগরের দোলায় আমি, দুখের তরী বাই
নাওয়ের নাইয়া হয়েও তটের দেখা না পাই।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন