তুলি এবং কয়েকজন ছাত্রীকে
সুতীর্থ
হারিয়ে যাস না
তোরা, উজ্জ্বল দীপশিখা
সঙ্গে রয়েছি
আমরা, সবটা সময়
দুঃখ-কষ্টের
অবসান, লেখাপড়ায়
প্রতিজ্ঞা কর
তোরাই, আনবি জয়।
কেটে যাবে মেঘ
সূর্য নিজের আকাশে জ্বলবে
খুশি খুশি মন
সেদিন অতীতের কথা বলবেই।
সব কথকতা
রূপকথা হয়ে সাজবে
গ্রাম্য জীবনে
সেতারে বেহাগ বজবেই।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন