সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

রুবি মুখার্জী



প্রত্যাশী
রুবি মুখার্জী



একমুঠো উৎসব পেতে কি পারিনা !
হলাম ই বা এক দীনহীনা...
মনের যে কুঠুরিতে নিত্য রক্ত ক্ষয় ,
সে ঘরেও দীপ জ্বালি..নক্ষত্রখচিত সন্ধ্যাবেলায়
সাজিয়ে রাখি তাকে তারায় তারায় |


ছোটবড় গলির ভাঁজে ভাঁজে,
একগুঁয়ে ভুলচুকগুলো-
রোজই নতুন সাজ সাজে !

নিত্য নতুন বিশ্বাসে..অনাস্থার রক্তচোখ যখন,
উপেক্ষার পরম আশ্বাসে-
অবহেলিত-অনস্বীকার্য-একপেশে;
নতুন এক ভুল বুঝি ঘোর করে আসে..
মনের আকাশে |

কুরে কুরে খায় যত আনাচকানাচ,
বৃথা যত সৎ উদারতা...!
সুন্দর ভাবনার ফল নিয়ে আসে কুৎসিত বারতা !

এই তব খেলা হে ঈশ্বর !...ভুলগুলি ক্ষমা করে
পারোনা কি দিতে এক উদার আকাশ --
আর আলোর পথের সন্ধান?
সে পথের প্রত্যাশী
তোমার এই অবোধ সন্তান ||













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন