সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

সুপ্রভাত লাহিড়ী



জলের ধারে এক মুহূর্ত
সুপ্রভাত লাহিড়ী



গর্বিত গ্রীবা নিয়ে সারি সারি সাদা হাঁস
কেমন চলেছে ভেসে সামনের জলাশয়ে,
জলে থেকেও ভেজেনি, উচ্ছ্বলিত এ বিচরণ,
আমরা বড়ই বানভাসি, আর ভালবাসি নিজ জন।

লাঙলের রেখা তুলে জলে
চলে গেল সারিবদ্ধ হাঁস
শাসিয়ে, দাপিয়ে......।



এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন