সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

সুধাংশু চক্রবর্ত্তী



ক্ষুধার জ্বালা বিষম জ্বালা 
সুধাংশু চক্রবর্ত্তী


ছল ছল ছল চোখের দুকোণে
জল জমেছে ঢের
সোনা ছেলের মুখটি দেখেই 
মা পেয়েছেন টের।
- বল রে সোনা, দুঃখ কি তোর
চোখে যে জল জমে?
মুখ ফুটে বল চেষ্টা করি
কান্না যাতে থামে।
ছেলের গলায় বিষাদের সুর
- জানলাম মা আজ
মানুষ নয় গো, অমানুষেরাই
করে সমাজে বিরাজ।
মা হেসে কন – এমন কথা
বলছো কেমন করে?
- ঐ দ্যাখো মা অনাথ শিশুটিকে
মারছে সবাই ধরে।
খুবই অপরাধ কি করেছে সে
যদি খিদের জ্বালায় 
দোকান থেকে না বলেকয়ে 
রুটি ছিনিয়ে খায়? 
ক্ষুধার জ্বলার বিষম জ্বালা 
সহ্য করা কি যায়?
বলো তো মা অনাথ শিশুটি 
পয়সা কোথা পায়?


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন