সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

মনোজিৎকুমার দাস







নবজাতকের হাস্যেজ্জ্বল মুখ 
 মনোজিৎকুমার দাস 



ক্ষরণ ! আনন্দ- বেদনা
আহার নিদ্রায় কেটে যায়
বিন্দু বিন্দু ক্ষণ প্রতিক্ষণ;

রক্ত, ঘাম আর ক্লেদ জারিত
এক একটা পল অনুপল।

ক্ষরণ; প্রতিক্ষণে বিষাদ !
নদীর নূপুর, পাখির গান---
ফুলের হাসি, লাস্যময়ী কিশোরীর
চঞ্চল চরণযুগলের রুনুঝুনু-- 

ক্ষরণ ! অমিত বিত্ত, সুরা যৌনতার ভোগস্পৃহা
আহার-নিদ্রা, মৈথুন , রিরংসার অমিত তেজ---


অরুণোদয়ে হলুদবরণী সূর্যমুখীর
হাস্যোজ্জ্বল মুখ-----
খুন,ধর্ষণ, প্রবঞ্চনা, তঞ্চকতা, লাম্পট্যের
মূর্তিমান বঃহিপ্রকাশ সত্ত্বেও বকুলের সুবাস, সফেদ বনবেলী কিংবা রজনীগন্ধার সৌরভ !
ধুম্রজালে আচ্ছন্ন মারণাস্ত্রের বারুদপোড়া
বেদনাদীর্ণ শব্দের মাঝেও নবজাতকের হাস্যেজ্জ্বল মুখ।                                                                          




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন