একাকীত্ব
পিনাকী
যেদিকে বাড়াই হাত ঊষর মরুভূমি,
শুকনো বালি-ঝড় নয়তো কাদামাটি,
মনে পরে তোমার মুখ ভালোবাসার ফল্গু নদী।
আজ মাঝরাতে
তারারা যেন ধুসর – বিবর্ণ মনে হয়,
চাঁদের দিকে তাকালে
মুখ ভেংচি, উপহাস মনে হয়।
রাত যত গভীর হয় বড় একা লাগে,
সারা পৃথিবী যেন গ্রাস করে আমাকে।
আজও কি রাত জাগো আগের মতন ক’রে ?
আপেক্ষা করো আমি আসব বলে ।
পেতে চেয়েছি তোমায় শুধু আমার ক’রে,
কোথাও কি ছিল ফাঁকি? যে
কারণে তুমি চ’লে গেলে দূরে,
আমায় নিঃসঙ্গ ক’রে, অসহায় মানুষের ভিড়ে।
আসবে না কি ফিরে কোনওদিন,
প্রখর রৌদ্রতাপে, নয়তো বৃষ্টিভেজা দিন,
অথবা কনকনে ঠাণ্ডায় বা বসন্তে রঙ্গিন,
অপেক্ষা ক’রে আছি আমি, থাকবো চিরদিন।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন