সমাজ প্রেম
শিব প্রসাদ হালদার
সামাজিক অবক্ষয়ের বর্ণচোরা বেঈমানেরা সর্বদাই
সুস্থ সমাজের ভয়াল শত্রু।
তাই, প্রতিনিয়ত আমি
তোমাকে অনুসরণ করে চলেছি।
তোমার প্রবল চেষ্টায় আমি প্রচণ্ড বাধ সেধেছি।
তুমি মরিয়া, তোমার চেষ্টা-তোমার লক্ষ্য;
সমাজের নগ্ন অবক্ষয়।
তুমি গোপনে গোপনে সমাজের
শক্ত প্রাচীরে করেছ আঘাত।
কিন্তু সে চেষ্টা ব্যর্থ!
তুমি যদি কায়া-আমি তবে ছায়া।
তোমার ঐ চোরাগোপ্তা প্রবেশদ্বারের
অতন্দ্র প্রহরী আমি।
আমি সজাগ-আমি সচেষ্ট,
তোমার প্রচেষ্টা-আমার প্রতিরোধ।
তোমার সাফল্য-আমার মৃত্যু।
আর আমার মৃত্যু-
সমাজে শত সহস্র নির্মম অপমৃত্যুর অনুপ্রবেশ!
তাই যতই অসাধ্য হোক-
যে কোন মূল্যেই আমি করবোই তার শেষ!!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন