সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

মধুমিতা সেনগুপ্ত



উপলব্ধি
মধুমিতা সেনগুপ্ত




অনেক আবেগ আসলে পরে 
কলম নড়েনা 
বহু কষ্ট জমলে তখন 
অশ্রু ঝরে না ।
খুব ভালবাসা বোবা কান্না 
ভাষা পায় না 
ঝিনুকবুকে বালির আঘাত 
সবাই মুক্তো হয়না ।



এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন