সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

আরশাদ উল্লাহ্‌



আজো তাকে মনে পড়ে
আরশাদ উল্লাহ্‌


সেই পূরানো ডায়েরি আমার!
এক পাহাড় বই খাতা থেকে আজ বের করেছি।
কোন রোজনামচা, কবিতা, গল্প লেখা নেই তাতে,
তবু যুগের পর যুগ আগলে রেখেছি তাকে-
পূরানো এ ষ্টীলের মর্চে ধরা ট্রাঙ্কের ভিতর।
তারুণ্যের একটি কথা আছে লেখা আছে তাতে! 
জীবনের প্রথম যে মেয়েটিকে ভালবেসেছি,
যার প্রথম পরশে তারুণ্যের মানে বুঝেছি,
তাকে খুব ভাল লেগেছিল আমার তখন
যাকে দিয়েছিলাম আমার এ প্রশান্ত মন!
ডায়েরিতে তার কথা লিখবো ভেবে প্রতিদিন
তার নামটি শুধু লিখেছি দিনের পর দিন!
তাতে আদ্যোপান্ত কতোবার যে লিখেছি তার নাম
আজো গুণে দেখিনি-
তবে হাজার তিনেক বার তো হবেই!
তাকে একটি নীল পদ্ম এনে দিয়েছিলাম,
একদিন সাঁতরে দীঘির মাঝ খান থেকে। 
ভেজা কাপড়েই গিয়ে তার হাতে দিলাম,
সেদিন তার চোখে মুখে 
উষ্ণ হাসির সেই আভা দেখে
মুহূর্তে গায়ের ভেজা কাপড় আমার মনে হল
শুঁকিয়ে গিয়েছিল অজানা কোন শিহরণে! 
আজো তাকে মনে পড়ে।




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন