সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

আরশাদ উল্লাহ্‌



শেষ দেখা
আরশাদ উল্লাহ্‌


শেষ দেখার পর - নতুন বছরে পদার্পণ,
বিদায়ের পর নির্ঘুম রাত্রি প্রাণে বড় ক্লান্তি
অশান্ত মনে একাকি বসে ভাবি শুধু তোমাকে,
অন্তরে বিরহের অনল! 
তুমি যে সত্যি চলে যাবে, আসবে না ফিরে আর-
কক্ষনো এমনটি ভাবিনি, এতো অভিমান তোমার?
যেন হিমশীতল হিমাদ্রির মতো অন্তর! 
তাও জানার সময়টুকু দিলে না
কিছু বলার ছিল - বলার সুযোগ তো দিলে না।
কিছু দন্ধ ছিল জানি মনে - ছিল ভুল বুঝাবুঝি,
এমনতো কিছু থাকবেই, এ সব বুঝে নিতে হয়! 
ভালবাসারও প্রাণ আছে যদি তাতে সুরভি থাকে,
থাকে কবিতা - থাকে সুর আর কিছু গান, 
সে কথাটি বুঝার আগেই তোমার প্রস্থান।


কক্ষনো এমন ভাবিনি, বুঝিনি তুমি চলে যাবে,
গানের সুরের সেই মায়াবী টানে প্রেমিকেরা জানে
জেগে উঠেন খোদ প্রেমেশ্বর - হৃদয়ের কম্পন 
সে কথাই বলে। 
পৃথিবী ঘুর্নায়মান, 
আমিও পথিক একজন গৃহহীন,
দেখা হবেই তোমার আমার কোন এক শহরে
একদিন!

এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন