আমার কবিতা
অভিজিত
ভোরের স্বপ্ন সাত সকালে আজকে আবার দিল ফাঁকি
অনেক দিনের পরে আবার এসেছিল আগুনপাখি
আগুন ছিল মন্ত্র সে এক,প্রতিদিনের মিথ্যে বাঁচায়
শিখিয়ে গেল ভাঙ্গতে শেকল,বন্দী যখন সোনার খাঁচায়
শিখিয়ে গেল মুক্ত হাওয়ায় মেলবে কেমন ইচ্ছে ডানা
বাঁচার স্বপ্ন যেমন দেখায় জোছনা রাতে হাস্নুহানা
আমি তখন আধেক ঘুমে,হয়তো ছিলাম তন্দ্রাচ্ছন্ন
স্বপ্নে আবার আগুনপাখি এসেছিল আমার জন্য
রেখায় লেখায় ফুটিয়ে গেল নতুন দিনের চিত্রকল্প
অন্ধকারকে সরিয়ে রেখে আমার এগিয়ে চলার গল্প
এবং একুশ
অসাধারণ অভিজিত দা।
উত্তরমুছুনআগুনপাখি তোমার জন্য ভোরের শিশির দূর্বা ঘাস,
শিউলি ফুলে আবির মাখা দেখতে ভারি দেখতে খাস।