সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

মৌ দাশগুপ্ত



কামদুনি : বিষয় মানবাধিকার
মৌ দাশগুপ্ত


কখনো কালো কখনো সাদা,
আড়াই কদম চালে দাবার বোড়ে সেজে এমনিই হেঁটে যাই...! 
বাকি তেষট্টি খোপে অনেকগুলো মুখ ঈশারায় ডাকে …
কেউ সম্মোহক কাজল টানে চোখে
কেউ শেয়ালের মতন লোভী মুখে লালা ঝরায়,
কেউ কথাকলি মুখোশে হাসিমাখা ঠোঁট এঁকে রাখে...।
প্রেম শব্দটাকে টুঁটি টিপে আদর করে ড্রাকুলার মতো,
কেউ আবার নিজের যৌন-ইচ্ছাকে উৎসব ভেবে ভেসে যায় সর্পিল পথে।
কেউবা ছুঁড়ে দেওয়া রুটির টুকরোকে স্বাধীনতা ভেবে কাড়াকাড়ি করে, 
মাংসের লাল টুকরোকে বসন্তের পলাশ ভেবে কলমে শান দেয় কেউ।
ঠিক তখনই
ধর্ষক আর ধর্ষিতার মধ্যে কার পাল্লাভারী করবে অন্ধ কানুন,
ভাবতে ভাবতে 
মানবাধিকার নামক ডিমে তা দিতে থাকি আমি ও আমার সমাজ।





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন