মনোমতি
জাফর পাঠান
মনকে শুধাই
মন তুমি মনোচরিত্র নিয়ে কিছু বলো,
কোন্ সুখে তুমি
এই দেহকে ছেড়ে ধোঁয়াসার পথে চলো।
তুমিতো আমার
তবু কেন ছুটো দিগ্বিদিক অন্ধের মত,
ধরো তুমি রূপ
মরুভূমির তৃষ্ণা মিটানোর তৃষ্ণা যত।
জন্ম থেকে আজো
এক ছাতা তলে দুজনে বাস মিলেমিশে,
হতবাকে ভাবি
তবু যোজন যোজন দূরে জানিনা কিসে।
বলো তুমি মন
ফুলে বসেও কাঁটায় গাঁথো কেন মনন,
করো কেন পণ
মনাসনে বসে মনের কেন করো খনন।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন