সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

নির্মাল্য কুমার মুখার্জী




কবে তুই কর্পোরেট হবি 
নির্মাল্য কুমার মুখার্জী


কবে তুই 
লুঙ্গি কেটে রুমাল বানাবি -অমিতাভ্‌ 
কবে তোর জিন্স ফাটবে
পেছন ফাটবে চোদ্দ পুরুষের 
কবে গেয়ে উঠবি মহানন্দে রোদ্দুর রায়ের গান 
চুমুতে চুমুতে বান্ধবী পাল্টাবি- অভিমন্যু 
কবে তুই কানে দুল নিবি
বকুলবিছানো পথে কবে তুই নাচবি -উদ্দালক নাচ 
ফোর লেন হাইওয়ে - কবে কবে পোস্টার হবি তুই
কবে তুই ডিনার করবি- শায়ক 
প্রভিডেন্ট ফাণ্ড 
কবে তুই কবিতা লড়বি 
মরিচ তুলবি ঝাঁপি ঝাঁপি - অরুনাভ 
কবে হবি অরণ্য সাঁওতাল 
পার্ক স্ট্রীট , কামদুনি 
কবে তুই করবি দেখভাল - অয়স্কান্ত 
ট্রিগার হবি- হ্যাপি হবি 
উৎস হয়ে যাবি ক্ষমতার 
কবে তুই ধর্ম হবি জিরাফ হবি- একলব্য 
তোর পিছু পিছু কবে ছুটবে 
বগল কাটা সোনালি জাগুয়ার -সায়ন্তন 
আমার এই শীতকালে 
চেপে ধরা আরথারাইটীস
কবে তুই সারাবি মারীচ- অনিকেত 
হোমিওপ্যাথির ধৈর্য নিয়ে
কবে তুই রঞ্জন হবি -- যাজ্ঞসেনী
তোর জন্য বসে আছে 
ঐ দ্যাখ চম্পা চামেলি - অগ্নিমিত্র 
বসে ছিল রাধিকারমণ
বেণু হাতে চরাইত ধেনু- ক্ষপণক 
তাই নিয়ে কতনা বাওয়াল
বসে ছিল ঘ্যাম কেলো - নীলকণ্ঠ 
ঐ দ্যাখ আটটা বাইশ 
ঐ দ্যাখ সাপ লুডো সিঁড়ি
কবে তুই উঠে যাবি
খুলে দিবি স্বর্গের উঠোন 
কবে তুই
কর্পোরেট হবি -- অমিতাভ্‌ ।


এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন