সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

অমরেশ বিশ্বাস



স্মৃতি
অমরেশ বিশ্বাস



বাতায়ন খুলে বসে আছি চেয়ে
আসবে কখন আল্লাদী মেয়ে
সময় যে চলে যায়
কলকল হাসি দেখে তার মুখে
নিমেষে বুকটা ভরে উঠে সুখে
ডাকি তারে কাছে আয়।


না বলে কয়ে সে গিয়েছে চলে
চোখ দুটো তাই ভরে উঠে জলে
আসবে না ফিরে আর
সে আর আসে না যে চলে যায়
তবু পথ চেয়ে বসে থাকি ঠায়
আসে যদি একবার।

হাজার তারার মাঝে কোনখানে
সে কোথায় আছে, কে জানে
লোকে বলে বৃথা খোঁজা
হয়তো পাব না তাকে খুঁজে আর
হৃদয়তে তবু শুধু হাহাকার
ভোলা নয় এত সোজা।

সব কিছু আছে আগের মতন
শুধু নেই বুকে মানিক রতন
সবই বিধাতার খেলা
রাখত মাতিয়ে করে হই চই
খেলত পুতুল মিলে সব সই
নেই আজ সেই মেলা।





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন