স্বাধীনতা...
আচার্য মিলন
তুমি কি জানো?
তোমায় আমি ভালোবাসি।
প্রবল ভালোবাসি।
আমার জন্য কি তুমি খুলবে নেকাব
তোমার বক্ষ বসন
নাভির নিচের আবরণ
আমি তোমায় দেখতে চাই
প্রবলরকম আকুলতায় দেখতে চাই
তোমার সৌন্দর্য
তোমার কমনীয়তা
তোমার অপরূপ যৌবন
জানি না,
গোটা বসন্তজুড়ে যে তোমার করেছি আরাধনা
সে তুমিই কি না
তুমি খুলে দাও নেকাব
সরাও বক্ষ বসন
নাভির নিচের আবরণ
প্রমাণ দাও, তুমি সত্যিই আমার স্বাধীনতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন