শীতের জামা
মিজান ভূইয়া
নিজস্ব গতি পায় দুই চোখের
গ্রহ
কিছু স্বেচ্ছাতর্ক পিছু নেয়
কৌশলে হেসে বাতাস পার হয়
বিপদ সংকেত
হিমজলে মেতে থাকে প্রাচীন
কুয়াশা
দূরে দূরে ভোর অব্দি বাজে সঙ্গীত
দীর্ঘ ছায়া দৌড়ায় অসুখী
অন্তরে
স্নানের জলকণায় ভিজে যায় চাঁদ
গাছের ফাঁকে ফাঁকে চলে যায়
সময়
ছোট্ট দোয়েলের বুকে হাসে
পাহাড়ী জ্যোৎস্না
উড়ন্ত পাথর এসে খুঁজে নেয়
শীতের জামা।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন