কবিতা সন্ধ্যা
মাহমুদ নজির
তোমার তাড়া আছে জেনে
আমি ভীষণ ব্যথিত হলাম
দারুণ কষ্টে কেঁপে ওঠলো হৃদয়ভূমি।
যে আয়োজন আমি
ঘটা করে সাজিয়ে রেখেছি
তোমাকে অভিনন্দন জানাবো ভেবে
মুহূর্তে উল্টে গেলো তার হিসেব,
মেলাতে পারছিনা কিছুই।
একটি কবিতা আমি লিখে রেখেছি
পুরানো খাতায়, একটি কবিতার
ছন্দ এঁকেছি মনে।
বুক ভেঙে যাচ্ছে, শব্দ হারিয়ে যাচ্ছে
নিজেকে লাগছে একা, বড়ই বেমানান। কিসের এতো তাড়া?
দাঁড়াও আগন্তুক স্বপ্ন বুনি,
তোমাকে অভিনন্দন জানাই ফের।
কথা, কবিতায় উৎসব আয়োজনে
মিলন মেলা জেগে ওঠুক।
আগামীর কবিতা সন্ধ্যায়
তোমাকে দেখত চাই
প্রধান অতিথির রূপে!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন