সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

পলাশ কুমার পাল



কয় না কথা ময়না
পলাশ কুমার পাল


কয় না কথা ময়না
ধরেছে বুক বায়না
মরণ কেউ দেয়না

আলো আর সয়না
জীবনও তো গায় না

মনরাখার ছলনা
চাইনি সে করুণা

কয় না কথা ময়না
মৃত্যু গো তুই আয়না





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন