বসন্তী
পাখি
কবি কৃপা আচার্য
কবি কৃপা আচার্য
গাছে গাছে এসেছো অতিথি-
আসছে ভেসে ভেসে কন্ঠস্বর... কুহু
কুহু'...কানে।
আমের মুকুল-পল্লবে ঘ্রাণে
মৌমাছি গুঞ্জরণ ফাগুনের মলয় হাসছে
আমাদের বাতায়নে...
এ বসন্ত প্রতিবার
ঘোরাফেরা করে সাড়ম্বরে
নগরপথ ধরে ;
তবুও গাছের পাতাগুলো
ঝরে
পড়ে উঠোনের
কিনারে-
রাত্রির নীরবতায় দেখেছিলাম
শিশিরবিন্দুর খেলা...মুমূর্ষু পাতায়
কেমনভাবে চলছে উৎসব-স্নান
মেহগনি গাছে।
শিশিরেরা দ্যাখে পুকুরের জলে
সরীসৃপ সাঁতরায়ে নিজ বাসভূমে চলে,
ছোটদের গলাধঃকরণের ব্যস্ততায় বৃহৎ
মাছে।
পায়রার কোমলাঙ্গে নির্মম চঞ্চু ঢুকায়
কাকপাখি ;
তুমি হাবা...ডিম রেখো কাকেরই
নীড়ে, খুলে আঁখি
বসন্তের অতিথি...বসন্তী পাখি।
কিনারে-
রাত্রির নীরবতায় দেখেছিলাম
শিশিরবিন্দুর খেলা...মুমূর্ষু পাতায়
কেমনভাবে চলছে উৎসব-স্নান
মেহগনি গাছে।
শিশিরেরা দ্যাখে পুকুরের জলে
সরীসৃপ সাঁতরায়ে নিজ বাসভূমে চলে,
ছোটদের গলাধঃকরণের ব্যস্ততায় বৃহৎ
মাছে।
পায়রার কোমলাঙ্গে নির্মম চঞ্চু ঢুকায়
কাকপাখি ;
তুমি হাবা...ডিম রেখো কাকেরই
নীড়ে, খুলে আঁখি
বসন্তের অতিথি...বসন্তী পাখি।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন