এইভাবে
---
বিদিশা
সরকার
সন্ন্যাসেও
রঙ লেগেছে। কোন মার্গে পৌঁছে যাব এখনও জানিনা। পথ তা বলেনি।
গগন
বৈরাগী পূজাপর্বে চন্দনের রঙ। চারণিক ত্রিপিটকে হাত রাখে। মুখাগ্নির সময়ে
একবারই
তার চোখে চোখ! বিস্ময়বোধক বেঁচে থাকা।তারপর সবই তো রোদ্দুর,দেবী
চলে
খদ্দেরের ঘরে।অন্ধ সেজে ভিক্ষে করে সাজানো দুহিতা ।
ঝড়
চেয়েছিলাম । দামাল ছেলেটা কান্না চেপে চেপে বিঁড়ি বাঁধে। তার মাঠে বালক সংঘের
আয়োজনে "বসে আঁকো ছবি" ! দরাদরি কার ভাল লাগে। সবাই ভিখিরি ।
তুমি
শুধু লাইব্রেরী থেকে খুব রাতে বাড়ি ফেরো একা সাইকেলে। বৃত্ত ভেঙ্গে ভেঙ্গে
পৌঁছানো
সহজ ভেবেছিলে, আন্দোলন
আদপে ফেরারি। হারিয়ে যাওয়ারা কোথায় মিলিত হয়, কোথায়
বৈঠক ! সমবেত ইচ্ছার কাছে নত হয়ে বেঁচে থাকা,
বেঁচে
থাকা নাকি !
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন