শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫

প্রদীপ বিষ্ণু রায়


খোঁজা
প্রদীপ বিষ্ণু রায়


হারিয়ে গেছে হারিয়ে গেছে খুঁজছি আমি
এদিক সেদিক আকাশ পাতাল -
ঘরের কোনে রাস্তা ঘাটে ,
আকুল আমি পাগল পারা ঝড় উঠেছে 
বাউল মনের চারপাশে আজ
উড়ছে ধুলো হাটে বাটে ।

মনের মধ্যে উথাল পাথাল
মেঘের ছায়ায় অন্ধকারে
রাত ঘনিয়ে আঁধার নামে
জটিল ধাঁধা আপন-পরে ।

হারিয়ে গেছে হারিয়ে গেছে খুঁজছি যাকে 
অন্ধকারের খুব গভীরে অতলতলে -
বিবেক আমার মনুষ্যত্ব সত্যটাকে ,
রাত ফুরোবে আশায় আশায় ভাবছি কেবল 
দিনগুলো আজ অন্যরকম অন্যভাবে
খুঁজে দেবে সত্যিকারের রাস্তাটাকে।







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন