বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

কবি কৃপা আচার্য

 স্পর্শের শিহরণ 
কবি কৃপা আচার্য



জানি, আমার জন্য দরজা খোলা নেই...
সড়কপথে, নৌপথে, জনপথে এবং তোমার
আঙিনার
প্রাচীরসংলগ্ন মেইনগেটে ;
নিজেকে নিরাপত্তার মোড়কে ঢেকে
লুকিয়ে লুকিয়ে বেঁচে থাকতে চাও...
আমার দু'চোখে যে হাজারগুলো চোখ,
যে
চোখগুলো ঢুকে পড়ে যেখানে-
সেখানে
সংরক্ষিত সীমানায়... নিষিদ্ধ নগরের
ভেতরেও।
তারা ঢুকে যায় তোমার নেকাবের
ভেতর
ওষ্ঠে ওষ্ঠ মিলায়...অধরে অধর ছুঁয়ে
অসংশয়ে চুম্বন করে প্রতিক্ষণ তীব্র
পিপাসার...
আপেলরঙা উরু
পেপেগম্বুজ স্তনদ্বয়
নিমেষেই সব আসে হাতের ভেতর
...
অনুভূতির হাত আমার সেই দু'চোখের ;
কৃষ্ণগহ্বরের তীর ঘেঁষে ঘুরে-ফিরে
আসে বারবার
চোখের পায়েরা আমার।
ঠেকাতে পারোনি চোখ-
ঠেকাতে পারো না সে চোখ
কস্মিনকালেও...
সে চোখের অনুরাগসিক্ত মন,
হৃদয়ের বাগানে প্রস্ফুটিত ফুলের সৌরভ
স্পর্শের শিহরণ।










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন