শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

বলাকা দত্ত

অসময়
বলাকা দত্ত 



অজান্তে ফুটেছে পলাশ বড় অসময়ে।
পলে পলে মিশে গড়িয়েছে দিন হারিয়েছে বছর
অবয়ব হীন এক সুখ নিয়ে নাড়াচাড়ায়।
রঙীন ফানুসে চড়ে রূপকথার দেশেতে উড়ে
দুরন্ত সাহসে ভেসে ডিঙি নিয়ে মাঝ দরিয়ায়।
অাদিম নেশার ঝোঁকে অরণ্যের পথে পথে
জনসমুদ্রের ভীড়ে একাকী খেয়ালে দীর্ঘ অপেক্ষায়
গোধূলির শেষ লগ্নের কম্পিত মৃদু অাশায়।
পলক না পড়া রাতে বেজে চলা নূপুরের ধ্বনিতে
সদ্য ফোঁটা ভোরের হাসিতে নিরন্তর উপস্থিতির ছোঁয়ায়।
হতাশার দোলাচলে বিদীর্ণ হৃদয়ে বেজে চলে সুর
অজান্তে ফুটেছে পলাশ বড় অসময়ে।










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন