বসন্ত-ছবি
জয়দীপ
চক্রবর্তী
সম্পর্ক আর দুরত্ব-র মাঝে
যাপনে নিরুপায়,অসহায় সময়!
চারপাশে স্মৃতির ভীড়,কত কথা
রাখা,নারাখা মুহূর্ত বলয়।
সারাদিন শীতের টানটান মুকুলের-
অপেক্ষায় গুনগুন গাছের ঝড়াপতা।
একাএকা উষ্ণতা ছিড়ে,ছিড়ে-
বন্ধনে আবেশ শীতলতা আঁকা।
এতদিন,এতকথা,এতব্যথা-
ভাগ অশেষ বসন্ত সময়।
স্তব্ধতা কালোমেঘ ঢাকে-
সব একান্ত যাপনে অজানায়।
ভাঙন লিখতে পারিনা-
বন্ধন লালন করি স্বভাব দোষে,
সে তুমি ধরো,মারো,রাখো-
এমনই রোজই এই প্রতীক্ষা বসে।
অনিচ্ছা তবুও ধরাও যদি -
বেশ আরো হাতে পেনসিল।
ধুস! কচু -কাগজে কলমে ভেসে-
নেশাতুর বেশ লালনীল জলের মিছিল।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন