এই
বসন্তে
মমতা দাস (ভট্টাচার্য)
মমতা দাস (ভট্টাচার্য)
এই বসন্তে ফোটেনি বুঝি পলাশ ,
বণরানি ভুলেছে কি বসন্ত বিলাস ?
অলী গুঞ্জরিত সে বসন্ত কই?
নিষ্ঠুর-নির্মম মানুষ্,
প্রকৃতি-ও স্তব্ধ হল তাই।
আবিরে-গুলালে নয় ,রক্তের হোলিখেলা আজ
কোথায় লুকালো সেই চেনা ঋতুরাজ ?
পিশাচ নিয়েছে কেড়ে জীবনের রঙ
বদলায় খেলা খেলা ,বাঁচবার ঢং !
প্রতিবাদী কন্ঠ রোধে প্রবল উল্লাস
এই তবে বসন্ত-বিলাস !
প্রেম-ও হারিয়েছে পুরনো সে পথ
কোথাও রাখেনা কেউ আপন শপথ ,
কোথায় কে যে নিঃশব্দে ভুলে যায়
মন দেয়া-নেয়া খেলা
ছেলেখেলা হয়,
খেলাই ছিল যে সেটা, আর কিছু নয়
তবু-ও কি ভালবাসা কয় ?
এ সময় ,দারুন সময়
অর্থহীন ভালবাসা প্রেম ও প্রণয়
ভয়ে ভয়ে বেঁচে থাকা ,অর্থহীন প্রাণ
ভুলেছে মানুষ আজ জীবনের গান
রাজনীতি মুছে পাই মুষ্টিভিক্ষা দান
হারায় প্রানের ভয়ে জীবনের মান
বসন্তের অলীক সম্মান !
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন