শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

বৃষ্টি মিত্র

ফাঁদ 
বৃষ্টি মিত্র


তাকে
আঙুল দিয়ে দিগন্ত দেখিয়েছিলাম একদিন,
হাতে হাত রেখে
প্রদীপ জ্বালিয়ে ..
স্বপ্নে ভরিয়েছিলাম
আমাদের আর ওই অসীমের
মাঝখান -

তারপর ..
জানতে চেওনা
কিভাবে নিভলো আলো

আর কিভাবে একাই আমি
দিগন্তে পুড়ে যাওয়া
ধুসর ধোঁয়ার দিকে হাত বাড়িয়ে
নিভে যাওয়া স্বপ্ন গুলো হাতড়ে যাই -

শূন্যে !







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন