শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

সাঈদা মিমি


চুরি হয়ে যাওয়া গল্পগুলির জন্যে
সাঈদা মিমি




চুরি হয়ে যাওয়া গল্পগুলির জন্যে

মৌণমঠে মানত করেছি, আকাশের দেহে
কি সৃষ্টির গন্ধ থাকে?

বেতঝোপের আসন ছেড়ে ওঠা হলো না

আশ্রয়ের অভাবে-- অভাব... অভাব...
বলে তালগোল পাকানো বাতাস
উড়ে গেলো সন্নিধানের দিনে---

কয়েকদিন খরা হবে তারপর কবর উপড়ে

দেয়া ঝড় আসবে.....





ভালোবাসা বুঝবে না?
--------------------

নিঃশ্বাসে কষ্ট, একটা শহর

আলাদা হয়ে গেলে গাছগুলির
বাটোয়ারা হবে আর অ্যাসাগাই দিয়ে
ভাগ করে দেয়া হবে স্পন্দন---

রাত জেগে কাঁদলে চোখ ফুলে ওঠে,

উপশিরাগুলি লাল হয়ে যায়...
'আপেক্ষিক' বলে বলে রঙবাজি করবে?
ভালোবাসা বুঝবে না?
ঢেউ আসবেনা


---------------

খসে গেলো বেপথুমতি জল, ঢেউ আসবেনা--

দিনে দিনে অচল হয়েছো? নিজেকে প্রশ্ন
করি অর্থহীন, জীবন জপে না কোনো মালার আহুতি

পশুভাব জেগে তো রয়েছে!

কে তারে দমন করে পীড়নে, আদরে?



বনসাই বাক্য
----------------

*০১

যতবার ঋণমুক্ত হই, শুঁড়িখানা
চলে আসে ঘুমের চাদরে

*০২

আমি নির্মল অভিশাপ, রোহিনীর
শ্রাপ থেকে জন্ম নেয়া
মাঙ্গলিক পাপ, আমাকে ছুঁয়ো না

*০৩

কবে কোন ফুল যেন ফসিল হয়েছে?
সভাকবি বলেছিলো,
লিখেছিলো অমর পাঁচালি

*০৪

ঘুমঘোরে কতকিছু আসে!

চোখ মেলে তাকালেই ভাড়া ঘর, ছাদ...



এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন