বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

নীহার চক্রবর্তী


নব-গাঁথা
নীহার চক্রবর্তী

যে কবিতাটা কোনোদিন লেখাই হবে না
সেটা তোমাকে নিয়ে
শব্দ-চয়নে মুন্সিয়ানা থাকবে না
ছন্দ,অলঙ্কার বেপাত্তা 
একেবারেই অনবদ্য হবে না 
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারীয় গদ্য বড়জোর
তাতে তুমি খুশী হবে ?
হবে না ; তবে পাখী সব করে রবের 
ছোঁয়া পাবে তাতে 

তোমার জন্য দুর্গ ফোর্ট উইলিয়াম নয়
ভাষা-প্রেমের নব শিক্ষাঙ্গন 









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন