বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

স্বপন দেব


শব্দ পাই
স্বপন দেব

একটি কোকিল তার ডাকে 
বসন্ত সকাল এনেছিল…… 
অথচ আমার কুহুতানে 
কেন যে তোর ঘুম ভাঙ্গেনা ! 
হোয়াটসঅ্যাপে প্রভাতী শুভেচ্ছা
জানাব বলে সারা রাত লেংটি
ইঁদুরের মত খুটুর খুটুর
রাতের পর্দা ফাঁক করে 
দেখিতো সূর্য আসছে কিনা 
তবু তোর ঘুম ভাঙ্গাতে পারিনা ! 
কোকিলের কান্নায় ফেটে যায় 
আকাশ বিবর । 
এখন আমার ভেতর অবিশ্রান্ত
বর্ষণের খবর ও তুই রাখিস না
অথচ তোর মনে প্রজাপতি উড়ে 
গেলে আমি ঠিক শব্দ পাই……






এবং একুশ

২টি মন্তব্য:

  1. স্বপনদা , এই তো, এই ভাবে কমেন্ট করা যাবে দেখুন!

    উত্তরমুছুন
  2. Comment as: এই অপশানটি ক্লিক করে যাঁদের গুগুল একাউন্ট আছে, সেই একাউন্টে সাইন ইন করলেই মন্তব্য প্রকাশিত হয়ে যাবে। অন্যদের জন্যেও ব্যবস্থা করাই আছে, শুধু একটু দেখে নিতে হবে আর কি!

    উত্তরমুছুন