মিশে যাও জ্বলন্ত অরুন্ধতী
দোলা
ঘোষাল
শব্দেরাও
এখানে আসে নিঃশব্দ চরণে;
জীবন
এখানে পড়ে থাকে মরুভূমির মত শুকনো হয়ে;
তবু
কি এক মোহ জুড়ে থাকে সর্বাঙ্গে;
কি
এক আশায় বুক বেঁধে থাকে মন;
ভাস্কর্যখচিত
মূর্তিতে প্রাণ সঞ্চার ,
সেও
কি সম্ভব!
সম্ভব
কি আবার পুরনো সত্বাকে ফিরিয়ে আনা!
সন্ন্যাসী
তুমি!
ভিক্ষু
তুমি!
তবু.....এ
তোমার কিসের মোহ!
কিসের
এত আশ্
এ
জীবনে!
ছেড়েছ
তুমি পিতা-মাতা-স্বজন!
তবু.......এখনও
এত আগুন কিসের, তোমার ও
দেহ-মনে!
তবে
কি শুধুই এ তোমার বহুরূপী সাজ!
নেই
কি তাতে বিধাতা!
ভালবাসা
সে তো অনেক বড়!
নিঃস্বার্থ
ত্যাগ!
তবে
শব্দদেরও দিলাম ছুটি আজ;
তবে
পড়ে থাক্ শুধু উষ্ঞ মরুভূমির মত জীবন!
হয়ে
যাক্ সব মিথ্যা!
হয়ে
যাক্ সব ফানুস হয়ে;
সব
কিছু দাও ছুঁড়ে ফেলে!
মিশে
যাও জন-সমুদ্রে!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন