'আমার
মাতৃভাষার প্রতি'
সুচেতা
মন্ডল
মুক্ত
মনে, চোখের কোণে,
এক
আকাশের নিচে,
'হোক
কলরব' দুরন্ত সব
ভাবনা
কেন মিছে?
একটি
দিনের নয় তো ফসল,
সবার
প্রচেষ্টায়
প্রাণ
পেয়েছে বাংলা ভাষা
আজ
কে, এ দিনটায় !
শব্দেরা
আজ মেলছে ডানা
ফুল-পাখিদের
দেশে,
'ডুয়ার্স'
যখন ঝর্ণা বেয়ে
'বক
খালি' তে মেশে !!
এবং একুশ
নিজের মাতৃভাষা একাধারে নিজের পিতামাতার মতোন যেমন, আবার সে নিজের সন্তানেরও মতোই। একমাত্র এই উপলব্ধি ঘটলেই ভাষা সমৃদ্ধতর হয়ে ওঠে। নয়তো সে একদিন মরা নদীর মতো শুকিয়ে পড়ে থাকবে দগদগে ক্ষতের মতো!
উত্তরমুছুন