বাংলার
ছেলে
সংযুক্তা
মজুমদার
পুরাণের
এক গল্পকথা
রূপকথা
না, সত্যি ?
শুনি
ছিল, রাজার কন্যা
সুন্দরী
একরত্তি
পালিয়েছিল
বনবাদাড়ে
সঙ্গীসাথী
নিয়ে ধরে নিল
এক
সিংহ পুরুষ
করল
তাকে বিয়ে .
পুত্র
হল সিংহবাহু
করল
বাংলা জয়
তার
সন্তান বিজয়সিংহ
কুখ্যাত
পরিচয়
অন্যায়
কাজ কিছু বাকি নেই
যা
করেনি এই পুত্র
খুন
রাহাজানি অত্যাচারের
প্রমাণ
যত্রতত্র
প্রজাসকলের
প্রার্থনা তে
ছেলে
পেল নির্বাসন
সিংহবাহু
আহত মনেও
চালাল
রাজ্যশাসন।
তিন
জাহাজ বন্দী সঙ্গী
বিজয়সিংহ
অভয়
দাপিয়ে
সাগর বাংলার ছেলে
করে
নিল লঙ্কা জয়
ছিল
সেখানে অদ্ভুত এক
জংলি
শাষনপাট
ঘোড়া
ছুটিয়ে যে জিতবে খেলা
সেই
হবে সম্রাট
এক
বছরের সাম্রাজ্যের
পরেই
আবার বদল
নতুন
খেলা, নতুন রাজা
এমনি
ছিল আদল
রাজা
হয়েই সে বন্ধ করল
খেলা
এ রাজা হবার
বুদ্ধি
বলে গড়ে নিল সে
সিংহল
দেশ তার
এই
হল সেই গল্পকথা
তবে
একবার ভাব
এই
গল্পের সময় বাছতে
কোন
যুগে ফিরে যাব?
রামায়ণের
আগের সময়
জাহাজ
যদি ছিলো
তবে
বানরসেনার সেতুবন্ধনে
সময়
কেন গেল?
আর
যদি হয় পরের কথা
তাহলেও
পাব ব্যথা
রাবণ
রাজার সোনার দেশে
ছিলো
এই বর্বরতা?
এমন
কত গল্প আছে
সময়ের
কাছে নীরবে
আজ
শুধু ভাব বিজয়সিংহ
এর
সিংহল জয় কবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন